আসন্ন শীতে নিউমোনিয়ার ঝুঁকিতে শিশুরা

নিউমোনিয়া
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে মায়েরা। ছবি: স্টার ফাইল ফটো

শীত আসছে, বাড়ছে শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি। এমন পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মৃত্যুর ঝুঁকি এড়াতে শিশুর নিউমোনিয়া হওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ চিকিৎসার পরামর্শও দিয়েছেন তারা।

বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। বিশেষজ্ঞদের মত, সময় মতো যথাযথ চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি মেলে।

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ফুসফুস ভাইরাস ও ছত্রাকের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শীতে কফ-কাশি বেড়ে যায়। সাধারণ জ্বর ও নিউমোনিয়ার মধ্যে পার্থক্য আছে। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন।'

তিনি জানান, নিউমোনিয়ায় যেহেতু ফুসফুস আক্রান্ত হয় তাই কফ-কাশি বেড়ে যায়। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়। জ্বর আসে।

বলেন, 'নিউমোনিয়া হলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয়। সাধারণ জ্বর বা কাশি হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় না।'

তার পরামর্শ, মা-বাবারা শিশুর নিউমোনিয়ার লক্ষণ দেখা মাত্রই যেন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে।

ডা. ইফফাত আরা বলেন, 'সাম্প্রতিক সময়ে প্রতিদিন এখানে নিউমোনিয়ায় আক্রান্ত ৮ থেকে ১০ শিশুকে আনা হচ্ছে। আমাদের দেশে নভেম্বর ও ডিসেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যায়।'

বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গেছে, সাধারণত মা-বাবারা একেবারে শেষ মুহূর্তে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসেন। সেসময় শিশুদের অক্সিজেন দেওয়াসহ অন্যান্য জটিল চিকিৎসা দিতে হয়।

প্রতি বছর দেশে ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়, যা ৫ বছর বয়সী শিশু মৃত্যুর মোট হিসাবের ১৮ শতাংশ।

টিকা দিয়ে অধিকাংশ মৃত্যু ঠেকানো করা যায়। কম দামে অ্যান্টিবায়োটিক দিয়েও এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago