‘আ. লীগ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকুন’

ওবায়দুল কাদের। ফাইল ফটো

দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ।'

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার শুরু হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দলের ২ পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ঢিলের আঘাতে আহত হয়ে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত সেই ব্যক্তি সম্মেলনের ধারে-কাছে ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'সে বাড়িতে ছিল। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে মৃত। এটাকে এখন বলা হচ্ছে আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছেন।'

তিনি বলেন, 'আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিদ্রোহীরা মঞ্চে বসা, কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় দেখলাম ১ জন মারা গেছে। এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে আসছে। সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...।'

'একটা ঘটনা ঘটেছে। একটা লোক দুবাই থাকে। সে দেশে আসছে৷ সে তার বাড়িতে ছিল। বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়৷ ৩টা বাজে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে। এর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত না', বলেন তিনি।

সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, 'এভাবে যদি নিউজ করেন, পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে, সেক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন।'

সম্প্রতি ৬টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'কোথায় কোন সম্মেলনে আমাদের এ প্রকার গোলমাল হয়েছে? একটা জেলা সম্মেলন, কুমিল্লায় যেটা হয়েছে, সেটা সম্মেলন থেকে অনেক দূরে। ওই চৌরাস্তার মোড়। তাও তো সেখানে মারামারিও হয় নাই। কিছুই হয় নাই। পটকা-পাটকা ফুটাইছে। তাও সম্মেলন ভেনু থেকে দূরে। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন।'

বিরোধী দল বিএনপির বিভাগীয় সমাবেশের প্রতি ইঙ্গিত দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, 'বিরোধী দল হলে ৪ দিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, পায়ে হেঁটে আসতেছে। দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নাই। এগুলো আপনাদের ব্যাপার। পত্রিকার পলিসির ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন, কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।'

অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago