‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানো মাদক চোরাকারবারিদের খোঁজা হচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে গতকাল ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানো মাদক চোরাকারবারিদের খুঁজে বের করতে কাজ করছে সরকার।

আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক চোরাকারবারিরা তাকে গুলি ছুড়ল, এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।'

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক চোরকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে তুমব্রুর নো-ম্যান্সল্যান্ডে। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।'

 

Comments

The Daily Star  | English
lottery system for SP OC postings during election

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago