মিয়ানমারে গোলাগুলি, ঘুমধুম-তুমব্রু সীমান্তের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মিয়ানমারে গোলাগুলির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।
বান্দরবান। ছবি: মোবাশ্বের হোসেন

মিয়ানমারে গোলাগুলির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।

আজ রোববার সকাল থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ঘুমধুম মিশকাতুল নবী দাখিল মাদ্রাসা।

বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রি রতন চাকমা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তারা জানান, গত কয়েকদিন ধরে মিয়ানমারে গোলাগুলির পাশাপাশি উত্তেজনা বেড়েছে। এজন্য সীমান্ত সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে আছেন। নিরাপত্তার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

 

Comments