বিশ্বকাপ শুরুর ঠিক আগে আরও এক তারকাকে হারালো ফ্রান্স
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই চোটে ছিটকে গিয়েছিলেন মিডফিল্ডার পল পগবা আর এনগুলো কান্তে। স্কোয়াড ঘোষণার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্বেপে। এবার ফরোয়ার্ড লাইনেও আঘাত পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুর।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মঙ্গলবার দলের অনুশীলনে হাঁটুতে চোট পান এনকুকু। শিরোপা ধরে রাখার মিশনে আরবি লাইপজিগের তারকাকে তাই আর পাওয়া যাচ্ছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সতীর্থ মিডফিল্ডার এডোয়ার্ডো কামাভিঙ্গার সঙ্গে বল দখলের লড়াইয়ে তৈরি হওয়া সংঘর্ষে চোট পান এনকুকু।
Christopher Nkunku is out of the World Cup after this challenge which caused him an injury. pic.twitter.com/g4NKUUVXzo
— Frank Khalid (@FrankKhalidUK) November 15, 2022
ব্যথায় কাতরাতে থাকা এনকুকুকে ধরে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। পরে এক্স-রে পরীক্ষা করে পাওয়া যায় খারাপ খবর। এফএফএফ বিবৃতিতে জানায় তেমনটাই, 'এক্স-রে পরীক্ষা করে দেখা দেখে দুর্ভাগ্যজনকভাবে তার পায় মচকে গেছে।'
এনকুকু ছিটকে যাওয়ায় বিকল্প কাউকে নিতে হবে ফ্রান্সকে। ফিফার কাছে তার মেডিকেল রিপোর্ট পাঠানোর পর নতুন খেলোয়াড় যুক্ত করার অনুমতি পাবে ফরাসিরা।
এবার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আছে 'ডি' গ্রুপে। তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনেশিয়া। ২২ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ ধরে রাখার মিশন।
Comments