তরুণ সতীর্থকে সঠিক সময়ে উপদেশ দেন বেনজেমা
কাতারে শিরোপার অন্যতম দাবিদার রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। ইনজুরি সমস্যা থাকলেও বেশ ক'জন অভিজ্ঞ ও তরুণ তারকা রয়েছেন দলটিতে। মরুর বুকে ৩৪ বছর বয়সী করিম বেনজেমার সঙ্গে খেলবেন ২০ বছর বয়সী এডুয়ার্ডো কামাভিঙ্গা। বয়সের তারতম্য থাকলেও সিনিয়র সতীর্থের সঙ্গে বোঝাপড়াটা দারুণ বলেই জানালেন তরুণ মিডফিল্ডার।
বেনজেমা ও কামাভিঙ্গা দুজনেই খেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তারা একত্রে। বয়সে ১৪ বছরের বড় বেনজেমার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো বলে ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টকে জানিয়েছেন কামাভিঙ্গা। বুধবার তিনি বলেন, 'তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সে আমাকে রিয়াল মাদ্রিদে অনেক সাহায্য করে।'
ম্যাচ চলাকালেও বেনজেমা তাকে নির্দেশনা দেন বলে জানান এই মিডফিল্ডার, 'কখনো কখনো ম্যাচ চলাকালে সে আমাকে দেখতে আসে ও আমাকে বলে, ''যদি আমি (বেনজেমা) বল পাই তুমি এইদিকে দৌড় দেবে অথবা ওইদিকে দৌড় দেবে'', সুতরাং সে আমাকে সঠিক সময় উপদেশ দেয়।'
এতোটুকুতেই ব্যালন-ডি-অরজয়ী বেনজেমার প্রশংসা থামননি কামাভিঙ্গা। তিনি আরও বলেন, 'সে আমাকে এটাও বলে কখন পজিশনে থাকতে হবে। সে যোগাযোগে খুবই ভাল, সে একজন নেতা।'
কাতারেও এই দুই রিয়াল সৈনিকের এমন দারুণ বোঝাপড়া দেখতে মুখিয়ে থাকবেন ভক্তরা। তবে চলতি নভেম্বরেই আবারও চোটে পড়েছেন বেনজেমা। তবে তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানালেন কামাভিঙ্গা, 'সে সেরে উঠছে ও ভালো করছে। সে খুবই ভালো একজন খেলোয়াড় ও তার সাথে যা ঘটছে (চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন-ডি-অর) সেটা তার প্রাপ্য। আশা করি সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে।'
Comments