হবিগঞ্জে বিএনপির সভায় পুলিশি হামলার অভিযোগ, ৩০ নেতাকর্মী আহত

লাখাই উপজেলার বামই বাজারে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিএনপির সভায় হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ হামলায় বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

আজ বুধবার রাতে উপজেলার বামই বাজারে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জি কে গউছ জানান, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাই উপজেলা বিএনপি উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয় স্থানীয় দারগ আলী মার্কেটের সামনে। সন্ধ্যায় নেতাকর্মীরা সেখানে পৌঁছালে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, উপ-পরিদর্শক দেবাশীষের নেতৃত্বে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। পুলিশের হামলায় এ সময় বিএনপির ৩০ নেতাকর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের হামলায় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে থাকলে ২ পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।

এ ঘটনায় ৮ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) চম্পক দাম। 

অভিযোগ বিষয়ে জানতে চাইলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, 'বিএনপি সহিংসতার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দেয়। তাই পুলিশের ওপর নেতাকর্মীরা চড়াও হন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।'

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

37m ago