লালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে-নাতি নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নাটোরের লালপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর ডেবরপাড়া মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বীরপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (২৭), ও নাতি মো. ইভান (৫)।

তাদের মধ্যে সোহাগ ও ইভান ঘটনাস্থলেই মারা যান। নূর মোহাম্মদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হন।

তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খোরশেদ আলম রানা ডেইলি স্টারকে বলেন, 'নিহতরা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন।'

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোরুজ্জামান ডেইলি স্টারকে জানান, 'মোটরসাইকেল চালক সোহাগ বাবা-ছেলেকে নিয়ে লালপুর উপজেলার গোপালপুর থেকে বীরপাড়ায় বাড়ি ফিরছিলেন।'

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, 'বাসটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারী পালিয়ে গেছে।'

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

33m ago