ঢাকা সফর বাতিল করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

বাংলাদেশে রুশ মন্ত্রীর সফর
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: রয়টার্স

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর করার কথা ছিল আগামী বুধবার। সফরটি বাতিল করা হয়েছে।

আজ রোববার পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে লাভরভের ঢাকা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে, লাভরভ কেন তার সফর বাতিল করেছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কিছু জানাতে পারেনি।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২ দিনের সফরে তার ঢাকায় আসার কথা ছিল।

লাভরভের এই সফরে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা, খাদ্যশস্য সরবরাহ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আলোচনায় থাকা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, জোটের বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল লাভরভের।

আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রাশিয়া থেকে যোগ দিচ্ছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

Comments

The Daily Star  | English

HC stays Ducsu election until October 30

The HC asks the writ petitioner to file a complaint with the election tribunal along with all relevant documents within 15 days

22m ago