আর্জেন্টিনা বনাম সৌদি আরব: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

Argentina vs Saudi Arabia

মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপে বড় কিছুর স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। সেই স্বপ্নের শুরুটা হতে যাচ্ছে সহজ প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে লড়বে 'সি' গ্রুপের দুই দল।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি আর্জেন্টিনা ও সৌদি আরবের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন

বাংলাদেশ সময় বিকেল ৪টায়

কোথায়

কাতারের লুসাইল স্টেডিয়ামে

মুখোমুখি পরিসংখ্যান

এখন পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে ৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিতে জিতেছে, ড্র হয়েছে দুই ম্যাচ। সৌদি আরব কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি।

নজরে থাকবেন যারা

নিশ্চিতভাবেই সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের কাছে সবচেয়ে নজরে থাকবেন লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপের শুরুটা এই তারকা কীভাবে করেন তা দেখতে চাইবেন সকলে। মেসি ছাড়াও আর্জেন্টিয়ার তারকার অভাব নেই। আনহেল দি মারিয়া, লাউতারো মার্টিনেজদের পায়ের দিকেও গোলের আশায় তাকিয়ে থাকবেন ভক্তরা। সৌদি আরবকে মূলত খেলতে হবে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল। মিডফিল্ডার সালমান আল-ফারাজ এশিয়ার দলটির হয়ে দেখাতে পারেন কিছুটা ঝলক।

সম্ভাব্য লাইনআপ

আর্জেন্টিনা: (৪-৩-৩) মার্টিনেজ (গোলরক্ষক), তাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো, মলিনা, ম্যাক আলিস্তার, পারেদেস, দি পল, দি মারিয়া, লাউতারো, মেসি।

সৌদি আরব : (৪-২-৩-১) আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।

প্রেডিকশন

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা থেকে ৪৮ ধাপ পেছনে আছে সৌদি আরব। বিশ্ব মঞ্চে বড় দলগুলো বিপক্ষে কখনই তেমন কিছু করতে পারেনি তারা। গত বিশ্বকাপে স্বাগতিক রাশিয়ার কাছে ৫ গোল খাওয়ার নজির আছে তাদের। আর্জেন্টিনার তারকায় ভরা ফরোয়ার্ড লাইনের সামনে তাই কঠিন পরীক্ষায় পড়তে হবে সৌদি রক্ষণকে। লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা আছে সেরা ছন্দে। অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের পক্ষে বাজি ধরার লোক খোদ তাদের দেশেই থাকার কথা নয়।

সম্ভাব্য স্কোর

আর্জেন্টিনা ৪-০ সৌদি আরব।

পরিসংখ্যানের আলোয়

১) ১৮তম বারের মতো বিশ্বকাপের মূল আসরে খেলছে আর্জেন্টিনা, সৌদি আরবের এটি ৬ষ্ঠ বিশ্বকাপ, টানা দ্বিতীয়।

২) ১৯৭৮ ও ১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ১৯৯০ ও ২০১৪ সালে তারা রানার্সআপ হয়েছিল।

৩) গত রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

৪) মহাদেশীয় আসর কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। গত বছর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে তারা।

৫) গত বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল সৌদি আরব। উরুগুয়ের কাছে তারা হারে ১-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়ে পায় সান্ত্বনার জয়।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

1h ago