সৌদি আরবের বিপক্ষে হার শক্তি বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার!

lisandro martinez
লিসান্দ্রো মার্তিনেজ

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই জোর ধাক্কা খায় আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে অঘটনের শিকার হয় তারা। এতে করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটাও হয়ে পড়ে কঠিন। তবে এই হারেরও নাকি আছে ইতিবাচক দিক। কারণ এতেই যে শক্তি বৃদ্ধি পেয়েছে আলবিসেলেস্তাদের। এমনটাই দাবি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। পরের পর্বে যেতে হলে ম্যাচটি জিততে হবে। পা হড়কালেই ধরতে হবে ফেরার ফ্লাইট।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে মার্তিনেজ জানান, প্রথম ম্যাচের হার তাদের ভুল থেকে শেখার সুযোগ করে দিয়েছে, নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে,  'হেরে যাওয়া ম্যাচ থেকেই শেখার সুযোগ বেশি। কারণ জিতে গেলে ভুলগুলো আর ধরা পড়ে না। আমরা এখন আরও শক্তিশালী। এবং পুরোপুরি প্রস্তুত।'

নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাঁচা-মরার সমীকরণে ছিল লাতিন আমেরিকার দেশটি। মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচটি তারা ২-০ গোলে জিতে টিকিয়ে রাখে আশা।

অথচ বিশ্বকাপের আগে রীতিমতো উড়ছিল দুই বারের চ্যাম্পিয়নরা। গত কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। ইতালিকে হারিয়ে জিতে ফিনালিসিমা ট্রফি। তবে মার্তিনেজ এসব টুর্নামেন্টকে বিশ্বকাপের একটা ম্যাচের তীব্রতা থেকেও পিছিয়ে রাখছেন, 'কোপা আমেরিকা বা ফিনালিসিমা জেতার যেমনই হোক, এসবকে বিশ্বকাপের একটি ম্যাচের সঙ্গে তুলনা করা যায় না। এখানে ম্যাচগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে আমরা সবটুকু দিতে চাই। যে লক্ষ্য নিয়ে কাতার এসেছি সেই জায়গায় এখনো যেতে পারিনি।'

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago