চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু

চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি রাসায়নিক কারখানার আগুনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।

আজ মঙ্গলবার অ্যানিয়াং শহরের একাংশের স্থানীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওয়েনফাং জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালান।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে যে আগুনে আচ্ছন্ন একটি দোতলা ভবন থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। রাত্রিকালীন শটগুলোতে, দমকলকর্মীরা একটি এক্সটেনশন মই এবং আলোর সাহায্যে কাঠামোর ক্ষতবিক্ষত, অবশিষ্টাংশগুলো কঙ্কালগ পরীক্ষা করছে।

অগ্নিকাণ্ডের কারণ বা কতজন কর্মচারী নিহত হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। যদিও চীনে কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শিথিলতার কারণে শিল্প দুর্ঘটনার ইতিহাস রয়েছে। দুর্ঘটনার জন্য দুর্বল গুদাম পরিস্থিতি, প্রস্থানের রাস্তা তালাবদ্ধ থাকা এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব প্রায়শই সরাসরি কারণ হিসেবে উল্লেখ করা হয়।

অনলাইন কোম্পানি কেসিন্দা বলেছে, এটি একটি পাইকারী বিক্রেতা যা বিশেষায়িত রাসায়নিক হিসেবে বর্ণনা করাসহ বিস্তৃত শিল্প পণ্যের লেনদেন করে।

উত্তরের বন্দর শহর তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে ২০১৫ সালের একটি বিশাল বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল। যাদের বেশিরভাগই ছিল দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা। রাসায়নিকগুলো মিথ্যাভাবে নিবন্ধিত এবং সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সম্ভাব্য হুমকির জটিলতার কারণে নিরব ছিলেন।

বিবৃতি অনুসারে, ২০০টিরও বেশি অনুসন্ধান ও উদ্ধারকর্মী এবং ৬০ জন দমকলকর্মী হেনানের আগুনে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটি স্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকটি মারাত্মক ঘটনা দেখেছে।

এপ্রিল মাসে প্রাদেশিক রাজধানী চাংশার উপকণ্ঠে একটি ভবন ধসে ৫৩ জন নিহত হওয়ার পর ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

3h ago