বিপিএল ড্রাফট: প্রথম ডাকেই কুমিল্লায় লিটন, সিলেটে মুশফিক

liton das

সরাসরি চুক্তিতে কোন দলে না যাওয়ায় বিপিএলের ড্রাফটে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিটন দাস। ড্রাফটে প্রথমেই খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পেয়েই তাকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম সুযোগে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে সিলেট স্টাইকার্স।

মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটর্স দলে ভেড়ায় মোহাম্মদ মিঠুনকে, খুলনা টাইগার্স নেয় মোহাম্মদ সাইফুদ্দিনকে, ফরচুন বরিশালে দল পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে শেখ মেহেদী হাসান।

দ্বিতীয় ডাকে খুলনায় ইয়াসির আলি, সিলেটে নাজমুদ হোসেন শান্ত, বরিশালে মেহেদী হাসান মিরাজ, চট্টগ্রামে শুভাগত হোম চৌধুরী, কুমিল্লায় মোসাদ্দেক হোসেন সৈকত, রংপুরে হাসান মাহমুদ ও ঢাকায় দল পান সৌম্য সরকার।

বিপিএল ২০২৩: কারা কোন দলে 

সিলেট স্টাইকার্স  

সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা। 

ড্রাফট থেকে দেশি:  মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব। 

ড্রাফট থেকে বিদেশি: টম মুরস, গুলবদিন নাইব

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান  , ইফতেখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইব্রাহিদ জাদরান, করিম জানাত, ওমর কাদির, রাহকিম কনর্নওয়েল, কেসরিক উইলিয়ামস, রাহামানুল্লাহ গুরবাজ। 

ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি, চতুরঙ্গ ডি সিলভা।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান। 

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম,  মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান,  শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়। 

ড্রাফট থেকে বিদেশি:  দাসুন শানাকা,  পল মিক্রিন। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পের। 

ড্রাফট থেকে দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান,  তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ড্রাফট থেকে বিদেশি: ম্যাক্স ও'ডাউড, উন্মুক্ত চাঁদ। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স 

সরাসরি চুক্তিতে: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ। 

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস,আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।  

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন।

রংপুর রাইডার্স 

সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, জেফ্রি ভ্যান্ডার্সি, সিকান্দার রাজা। 

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু। 

ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমুরজাই, অ্যারন জোন্স। 

ঢাকা ডমিনেটর্স 

সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাওয়ারা। 

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম,  আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ, উসমান ঘানি, সালমান এরশাদ। 

 

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

5h ago