চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে ৮ ডিসেম্বর থেকে চলবে বিলাসবহুল ‘এমভি বে ওয়ান’

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে ৮ ডিসেম্বর থেকে চলবে বিলাসবহুল ‘এমভি বে ওয়ান’
প্রমোদতরী এমভি বে ওয়ান। ছবি: স্টার

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে আগামী ৮ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করবে বিলাসবহুল সমুদ্রগামী পর্যটকবাহী জাহাজ 'এমভি বে ওয়ান'।

কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচতারকা মানের সাততলা বিশিষ্ট এই প্রমোদতরী চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় ছেড়ে যাবে। শুক্রবার ভোরে সেন্টমার্টিন পৌঁছে ১ দিন ১ রাত অবস্থান করে শনিবার সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে রওনা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম ফিরবে।

চট্টগ্রাম না ফিরে যারা কক্সবাজার যাবেন, তারা যেকোনো দিন এই কোম্পানির এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও নতুন এমভি বার আউলিয়ায় করে যেতে পারবেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত এমভি বে ওয়ানে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্ণফুলী ক্রুজলাইনের কর্মকর্তারা এসব তথ্য জানান। 

৪০০ ফুট লম্বা বিলাসবহুল এই প্রমোদতরীতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা আছে। ১ হাজার ৮০০ আসনের জাহাজটিতে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সিভিউ ও রুফটপ বুফে রেস্তোরাঁসহ একাধিক রেস্তোরাঁ, আইসক্রিম ও কফিবার, ব্র্যান্ড শপ আছে। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবায় থাকবেন শতাধিক নাবিক ও কর্মী।

বে ওয়ান কর্তৃপক্ষ জানান, যাত্রীসেবার কথা বিবেচনায় রেখে জাহাজটিকে নতুন আঙ্গিকে সাজানোসহ যাতায়াত ভাড়াও বিগত মৌসুমগুলোর তুলনায় কমানো হয়েছে। জাহাজটির ইকোনমি ক্লাস চেয়ারের ভাড়া রাউন্ড ট্রিপ ৫ হাজার থেকে কমিয়ে সাড়ে ৪ হাজার এবং ওয়ানওয়ে ২ হাজার ৮০০ থেকে কমিয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাস চেয়ার রাউন্ড ট্রিপ ৭ হাজার থেকে কমিয়ে ৬ হাজার এবং ওয়ানওয়ে ৩ হাজার ৭০০ থেকে কমিয়ে ৩ হাজার ৩০০ টাকা। ওপেন ডেক রাউন্ড ট্রিপ সাড়ে ৭ হাজার থেকে কমিয়ে ৬ হাজার ৩০০ টাকা এবং ওয়ানওয়ে সাড়ে ৪ হাজার থেকে কমিয়ে সাড়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

বাংকার বেড রাউন্ড ট্রিপের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ৬ হাজার এবং ওয়ানওয়ে ৩ হাজার ৭০০ টাকা। ফ্যামিলি বাংকার বেড রাউন্ড ট্রিপ ৫ হাজার টাকা কমিয়ে ৩০ হাজার এবং ওয়ানওয়ে ৩ হাজার টাকা কমিয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago