প্রধানমন্ত্রীর সমাবেশে দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা: যশোর পুলিশ সুপার

যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। ছবি: সংগৃহীত

যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, যশোরে প্রধানমন্ত্রীর জনসমাবেশে যদি কোনো পুলিশ সদস্য দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজ বৃহস্পতিবার যশোরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ সুপার বলেন, জনসমাবেশে ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। যদি কোনো পুলিশ সদস্য তার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর জনসভায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটিতে অবশ্যই উত্তম পোশাক পরিধান করবেন। বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী হওয়ায় আমাদের প্রত্যেকেরই সেটা মেনে চলা উচিত।

পুলিশ সুপার আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমগ্র যশোর জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইতোমধ্যেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত আছেন। সাদা পোশাকেও অনেকে ডিউটিতে নিয়োজিত আছেন অনেকে।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago