বেনাপোল সীমান্তে ‘মাদক চোরাকারবারীকে’ লক্ষ্য করে বিএসএফের গুলি

গ্রেপ্তার আকবর আলী। ছবি: সংগৃহীত

বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে মাদক নিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় আকবর আলী (৩৫) নামে এক বাংলাদেশিকে লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্টের কাছে সাদীপুর গ্রামের বিজিবির পোতা পোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল জয়ন্তীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আকবর আলী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

আকবর সাতক্ষীরার শ্যামনগর থানার কলবাড়ি গ্রামের শামসুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গত ৬ মাস আগে কাজের সন্ধানে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যান আকবর। বৃহস্পতিবার রাতে দালালদের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে মাদক নিয়ে ফেরার সময় পেট্রাপোল জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধাওয়া করে। ধরতে না পেরে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিএসএফ। গুলির শব্দে আকবর বাংলাদেশে ঢুকে পড়লে ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপির টহল দলের সদস্যরা তাকে আটক করে। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন ভারত থেকে মাদক পাচারের সময় এক মাদক চোরাকারবারীকে আটক করতে ২ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে ৪ পোটলা ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ। গুলির শব্দে একজন বাংলাদেশে চলে আসে এবং বাকিরা ভারতে পালিয়ে যায়।
 
আটক আকবর আলীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago