কুলাউড়া সীমান্ত

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত ১

এ ঘটনায় আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

গতকাল রোববার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

তিনি আজ দ্য ডেইলি স্টারকে বলেন, একজন বিএসএফ সদস্যও আহত হয়েছেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ জানান, নিহত সাদ্দাম হোসেন (১৫) দশটেকী গ্রামের আশকির মিয়ার ছেলে।

আহত সিদ্দিক মিয়ার (৩৬) বাড়িও দশটেকী গ্রামে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিবুল ইসলাম বলেন, চিনি পাচারের চেষ্টা করার সময় একদল চোরাকারবারির সঙ্গে বিএসএফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন গুলিতে সাদ্দাম নিহত হয় ও সিদ্দিক আহত হন।

তবে এ বিষয়ে বিজিবির স্থানীয় আলীনগর ক্যাম্পের অধিনায়ক ও শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ ব্যাটালিয়ন সদর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Comments