মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে বদল

ছবি: এএফপি

সৌদি আরবের কাছে ধরাশায়ী আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস মিলেছে। মেক্সিকোর বিপক্ষে তাদের একরকম বাঁচা-মরার লড়াইয়ে একাধিক বদল আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। এঞ্জো ফার্নান্দেজ ও লিসান্দ্রো মার্তিনেজকে দেখা যেতে পারে শুরু থেকে। সুযোগ পেতে পারেন দুই ফুলব্যাক গঞ্জালো মন্তিয়েল আর মার্কোস আকুনিয়াও।

শিরোপাপ্রত্যাশী হিসেবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার প্রায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। গত মঙ্গলবার 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তাদেরকে চমক দেয় সৌদি আরব। অধিনায়ক লিওনেল মেসির সফল পেনাল্টিতে শুরুতে লিড নিয়েও সেটা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারির লক্ষ্যভেদে এশিয়ার দলটির কাছে তারা হেরে যায় ২-১ গোলে। ফলে থামে তাদের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা।

দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে জানিয়েছে, চেনা প্রতিপক্ষের বিপরীতে লড়াইয়ে শুরুর একাদশে পরিবর্তন আনার ভাবনা রয়েছে স্কালোনির। বিশ্বকাপে আগের তিনবারের সাক্ষাতে সবকটিতে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ৫৯তম মিনিটে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোকে। তার পরিবর্তে নেমেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে মেক্সিকোর বিপক্ষে দেখা যেতে পারে ম্যাচের প্রথম থেকেই।

চোটগ্রস্ত জিওভানি লো সেলসোর শূন্যস্থান পূরণের দায়িত্ব আগের ম্যাচে ছিল পাপু গোমেজের কাঁধে। মাঝমাঠে রদ্রিগো দে পল ও লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তবে পারেননি নামের প্রতি সুবিচার করতে। মাঝমাঠের বামদিকে পাপুর জায়গা নিতে পারেন এঞ্জো ফার্নান্দেজ কিংবা আলেক্সিক ম্যাক আলিস্তার। সৌদি আরবের বিপক্ষে বেনফিকা মিডফিল্ডার এঞ্জো খেলেছিলেন বদলি হিসেবে। তবে মাঠে নামার সুযোগ হয়নি ম্যাক আলিস্তারের। যদিও বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৫-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি।

রাইট-ব্যাক ও লেফট-ব্যাক পজিশনেও দেখা যেতে পারে বদল। নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় মার্কোস আকুনিয়া এবং নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্তিয়েল সুযোগ পেতে পারেন। সেভিয়া তারকা আকুনিয়া সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে মাঠে নেমেছিলেন। তার ক্লাব সতীর্থ মন্তিয়েল ছিলেন বেঞ্চেই।

এই চারটি পরিবর্তন আনা হলে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ হবে এমন: এমিলিয়ানো মার্তিনেজ; মার্কোস আকুনিয়া, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল; এঞ্জো ফার্নান্দেজ/আলেক্সিস ম্যাক আলিস্তার, রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago