তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

ফ্রান্সের বিপক্ষে বড় হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া এবার আফ্রিকান প্রতিপক্ষ তিউনিসিয়ার মুখোমুখি। ডেনমার্কের সঙ্গে ড্র করা জালেল কাদরির শিষ্যরা এগিয়ে শক্তির বিচার ও র‍্যাঙ্কিংয়েও। তবে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

শনিবার, ২৬ নভেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৪টা

কোথায়?

আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরাহ

নজরে থাকবেন যারা

তিউনিসিয়ার জয়ের জন্য ওয়াহবি খাজরিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে আক্রমণে। রক্ষণে কোন বিপদ ঘটতে না দেওয়ার দায়িত্ব থাকবে মানতাসার তালবির কাঁধে। 

ফ্রান্সের বিপক্ষে গোল করা ক্রেইগ গুডউইনের দিকে এই ম্যাচেও চেয়ে থাকবেন সকারুজ ভক্তরা।

সম্ভাব্য লাইন আপ

তিউনিসিয়া: (৩-৪-২-১): দাহমেন (গোলরক্ষক), তালবি, মেরিয়া, ব্রন, ড্র্যাগার, লাইদুনি, খিরি, আবদি, খাজরি, মাসাকনি, জেলাবি 

অস্ট্রেলিয়া: (৪-৩-৩) রায়ান (গোলরক্ষক), বেহিস, সাউটার, আটকিনসন, রোলস, মুয়, ম্যাকগ্রি, আরভিন, লেকি, ডিউক, গুডউইন

প্রেডিকশন

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিউনিসিয়ার অবস্থান ৩০। অন্যদিকে আট ধাপ পেছনে আছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আফ্রিকান দলটির ফুটবলারদের বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভ্যাস থাকলেও, সকারুজ ফুটবলারদের নেই তেমন অভিজ্ঞতা। তাতেই কিছুটা পিছিয়ে পড়তে পারে দলটি। 

সম্ভাব্য স্কোর:

তিউনিসিয়া ২-১ অস্ট্রেলিয়া

অন্যান্য পরিসংখ্যান

১) সব প্রতিযোগিতায় তিউনিসিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে এটা তৃতীয় লড়াই। ১৯৯৭ সালের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে ৩-০ জিতেছিল অস্ট্রেলিয়া, ২০০৫ কনফেডারেশন কাপে তিউনিসিয়া জিতেছিল ২-০ গোলে।

২) ১৯৯৮ সাল থেকে ১৩টি গ্রুপ পর্বের ম্যাচে মাত্র একবার জিতেছে তিউনিসিয়া, চার বছর আগে পানামাকে হারিয়েছে তারা।

৩) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ০-০ গোলে ড্র করে তিউনিসিয়া। ১৯৭৮ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির সঙ্গে গোলশূন্য ড্রয়ের এটা তাদের প্রথম ক্লিন শিট।

৪) নিজেদের ১৭টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে (৪ ড্র ও হার ১১) অস্ট্রেলিয়া।

৫) বিশ্বকাপের শেষ সাত ম্যাচে জয়হীন সকারুরা (একটি ড্র ও ছয়টি হার)।

Comments