‘২৫ হাজারের জন্য কৃষকের কোমরে দড়ি, কোটি টাকা আত্মসাতকারীরা ধরাছোঁয়ার বাইরে’
সুপ্রিম কোর্টের চেম্বার জজ বলেছেন, মাত্র ২৫ হাজার টাকা খেলাপির জন্য কিছু দরিদ্র কৃষকের কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা ২৫ লাখ বা কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
ঋণ আদায়ের জন্য এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করতে পারবে না, হাইকোর্টের দেওয়া এই রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সোমবার এ আদেশ দেন।
আজ হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ না দিয়ে ব্র্যাক ব্যাংকের আবেদন ১ ডিসেম্বর শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত।
গত ২৩ নভেম্বর এক রায়ে হাইকোর্ট বলেন, ঋণ আদায়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করতে পারবে না।
এই রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের পক্ষে চেম্বার জজ আদালতে আবেদন করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
Comments