৪০ বছর পর পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরির অগ্ন্যুৎপাত

পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরি : ৪০ বছর পর অগ্ন্যুৎপাত
হাওয়াই দ্বীপে পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরি মাওনা লোয়ার লাভা এর জ্বালামুখের চারপাশে ছড়িয়ে পড়ছে। ছবি: ইউএসজিএস

প্রায় ৪০ বছর পর শুরু হয়েছে হাওয়াই দ্বীপে পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরি মাওনা লোয়ার অগ্ন্যুৎপাত।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অগ্নিগিরির জ্বালামুখের আশেপাশে লাভা প্রবাহিত হচ্ছে।

স্থানীয়দের এ বিষয়ে 'সতর্ক' থাকতে বলা হয়েছে। এটিই এর সর্বোচ্চ সতর্কবার্তা। তবে এখনো বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি।

এর আগে, স্থানীয়দের অগ্নিগিরির উত্তপ্ত ছাইয়ের ঝুঁকি থেকে সতর্ক থাকতে বলা হয়েছিল।

পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরি : ৪০ বছর পর অগ্ন্যুৎপাত
প্রায় ৪০ বছর পর পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় অগ্নিগিরি মাওনা লোয়ার অগ্ন্যুৎপাত। ছবি: ইউএসজিএস/রয়টার্স

মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

প্রতিবেদন অনুসারে, সাগরপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬৭৯ ফুট উঁচু ও প্রায় ৫ হাজার ১৭৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মাওনা লোয়া অগ্নিগিরি হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেক।

গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় অগ্ন্যুৎপাত শুরু হয়।

ইউএসজিএসের তথ্য মতে, ১৮৪৩ সালের পর মাওনা লোয়ায় ৩৩ বার অগ্ন্যুৎপাত হয়েছে। ১৯৮৪ সালে এর সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল। সেসময় লাভার প্রবাহ দ্বীপের সবচেয়ে জনবহুল হিলো শহরের ৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল।

হাওয়াই দ্বীপের সিভিল ডিফেন্স এজেন্সি দ্বীপের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তাদের 'লাভার বিপর্যয়ে' পড়ার আশঙ্কা আছে।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

9h ago