চীনের মহাকাশ স্টেশনে ৩ নভোচারীর ঐতিহাসিক মিশন

চীনের মহাকাশ স্টেশন : ৩ নভোচারীর ঐতিহাসিক মিশন
মহাকাশে রওনা দেওয়ার আগে চীনা নভোচারী ফেই জুনলং, ডেং কুইংমিং ও ঝং লু। ছবি: রয়টার্স

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পর পৃথিবীর নিম্ন-কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপন করেছে চীন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ৩ নভোচারী একসঙ্গে সেই স্টেশনে পৌঁছেছেন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার চীনের স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে গোবি মরুভূমি থেকে 'লংমার্চ-২এফ' রকেটে ৩ নভোচারী মহাশূন্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিল মহাকাশযান 'শেনঝু-১৫' অর্থাৎ 'স্বর্গযান'।

'স্বর্গীয় প্রাসাদ' নামের চীনা মহাকাশ স্টেশনে প্রথম মিশন গিয়েছিল ২০২১ সালে।

উৎক্ষেপণের ৬ ঘণ্টার বেশি সময় পর মহাকাশযানটি স্টেশনে পৌঁছায় উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, স্টেশনে থাকা নভোচারীরা নতুন সদস্যদের সাদরে বরণ করে নেন।

সেখানে থাকা নভোচারীরা নতুনদের কাছে দায়িত্ব হস্তান্তর করে পৃথিবীতে ফিরে আসবেন। নতুন নভোচারীরা মহাকাশ স্টেশনটিতে ৬ জনের থাকার ব্যবস্থা করতে কাজ করবেন। এটি সফল হলে চীনের মহাকাশ প্রকল্প আরেক ইতিহাস সৃষ্টি করবে।

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

3h ago