আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক

ডেনিশদের কাছে যেমন প্রত্যাশা ছিল বিশ্বকাপে তা কিন্তু করতে পারেনি। দুই ম্যাচেই ইউরো কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে দেখা সেই ডেনমার্ক ছিল অনুপস্থিত। অন্য দিকে, অস্ট্রেলিয়া কিন্তু ফ্রান্সের কাছে হারলে তিউনিসিয়ার বিপক্ষে জিতে গেছে। আত্মবিশ্বাস ভালো। তারপরও আমার মনে হচ্ছে লড়াই হবে সমানে সমান। ড্র হতে পারে ম্যাচটি।

তিউনিশিয়া বনাম ফ্রান্স

ফ্রান্স যে এবারের অন্যতম ফেভারিট দল তা তারা দেখিয়েছে। দারুণ খেলছে দলটি। অনেক শক্তিশালী। দুই ম্যাচ জিতে এরমধ্যেই নকআউট পর্বে উঠে গেছে। তবে আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেও করতে পারে। তিউনিসিয়ার কিন্তু জিততেই হবে। তাই সর্বোচ্চ চেষ্টা করবে তারা। কিন্তু যে ছন্দে আছে ফ্রান্স তাতে মনে হয় না এই ম্যাচে কোনো অঘটন ঘটবে।

সৌদি আরব বনাম মেক্সিকো

দুটি ম্যাচেই দারুণ খেলেছে সৌদি আরব। প্রথম ম্যাচে তারা আর্জেন্টিনাকে হারিয়ে সেরা অঘটনের জন্ম দিয়েছে। ফিনিশিং ভালো হলে পোল্যান্ডের বিপক্ষেও ভালো হতো তাদের ফলাফল। আর আর্জেন্টিনার সঙ্গে হারলেও মেক্সিকো ভালো দল। গ্রুপ পর্বে ওদের রেকর্ডও ভালো। তাই আমার মনে এই ম্যাচে এগিয়ে থাকবে মেক্সিকো।

পোল্যান্ড বনাম আর্জেন্টিনা

আর্জেন্টিনার জন্য অস্তিত্ব রক্ষার ম্যাচ। হারলে বিদায়। ড্র করলে হয়তো সম্ভাবনা থাকবে কিন্তু আমার মনে হয় না তখন কাজ হবে। পোল্যান্ড ভালো দল। লেভানদোভস্কি জ্বলে উঠলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত এ ম্যাচটা আর্জেন্টিনাই জিতে যাবে। নকআউট পর্বে খেলবে ওরা।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago