জার্মানি বনাম কোস্টারিকা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতারে শুরুটা বাজেভাবে করেছে দুই দলই। স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে কোস্টারিকা, অন্যদিকে জার্মানি হেরেছে শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে। শেষ ম্যাচে কোস্টারিকাকে হারালেও তাই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রার্থনা করতে হবে স্পেনের বিপক্ষে জাপানের হারের জন্য। এদিকে কোস্টারিকা যদি ৯০ মিনিট আটকে রাখতে পারে জার্মানদের আর হাজিমে মরিয়াসুর শিষ্যরা পরাস্ত হয় লুইস এনরিকের শিষ্যদের হাতে, সেক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট কাটবেন কেইলর নাভাসরা।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা

কোথায়?

আল বাইত স্টেডিয়াম, আল খোর

নজরে থাকবেন যারা

লেরয় সানে, সার্জ ন্যাব্রিদের জ্বলে উঠতেই হবে এবার। থমাস মুলার এই রণক্ষেত্রের পুরনো সৈনিক, সুযোগ পেলে তাকেও রাখতে হবে অভিজ্ঞতার ছাপ। সঙ্গে জামাল মুসিয়ালা প্রতিভার সবটুকু উজাড় করে দিলে লাভ হবে জার্মানদেরই। রক্ষণে অ্যান্টোনিও রুডিগার, নিকোলাস সুলেদের হতে হবে অতন্দ্র প্রহরী। ইয়াশুয়া কিমিখ, ইকাই গুন্দোগানদের কাঁধে থাকবে বিল্ড আপের দায়িত্ব।

স্পেনের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করলেও জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছেন নাভাস। জার্মানদের বিপক্ষেও তাকে ধরে রাখতে হবে একই ধারা। সঙ্গে আক্রমণভাগে জোয়েল ক্যাম্পবেল, অ্যান্টনি কন্টেরাসদেরও গড়তে হবে কিছু আক্রমণ, নতুবা জার্মানরা চেপে ধরবে কোস্টারিকাকে।

সম্ভাব্য লাইন আপ

কোস্টারিকা: (৩-৫-২) নাভাস (গোলরক্ষক), ডুয়ার্টে, ভারগাস, ওয়াস্টন, ওভিয়েডো, টেজেডা, বোর্হেস, ফুলার, তোরেস, ক্যাম্পবেল, কন্টেরাস

জার্মানি: (৪-২-৩-১) নয়ার (গোলরক্ষক), রাম, ক্লোস্টারম্যান, রুডিগার, সুলে, গুন্দোগান, কিমিখ, মুসিয়ালা, সানে, ন্যাব্রি, ফুয়েলক্রুগ

প্রেডিকশন

এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে নামবে জার্মানরা। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কোস্টারিকাকে হারাতে খুব একটা বেগ পাওয়ার কথা নয় ফ্লিকের শিষ্যদের। এদিকে কোস্টারিকাও খুব করে চাইবে একটি অঘটন ঘটাতে। তবে তার জন্য আক্রমণ গড়ার নেই কোন বিকল্প।    

সম্ভাব্য স্কোর:

জার্মানি ৩-১ কোস্টারিকা

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে জার্মানি ও কোস্টারিকা এর আগে একবার মুখোমুখি হয়েছিল। ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক জার্মানি জিতেছিল ৪-২ গোলের ব্যবধানে।

২) ২০১৪ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জেতার পর থেকে জার্মানি বিশ্বকাপে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে। ২০১৮ সালে সুইডেনের বিপক্ষে একটি গ্রুপ পর্বের ম্যাচে।

৩) শেষ ষোলোতে যেতে হলে জার্মানিকে কোস্টারিকার বিপক্ষে জিততেই হবে।

৪) একই জাপানের বিপক্ষে স্পেনের জয়ের কামনা করতে হবে জার্মানিকে। এরপর গোল পার্থক্য সমীকরণে মিলবে পরের পর্বের টিকেট।

৫) জাপানের বিপক্ষে কেশার ফুলারের ৮১তম মিনিটের গোলটি ছিল টুর্নামেন্টে কোস্টারিকার প্রথম শট।

৬) জার্মানিকে হারিয়ে শেষ ষোলতে উঠতে পারে কোস্টারিকা। যদি জাপানকে হারায় স্পেন। ড্র করলেও সুযোগ থাকছে, সেক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।  

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago