‘শেখর মাইয়্যারে এক্কানা চাইবেল্লায় আইস্সিদি’

আবদুন নবী। ছবি: সিফায়াত উল্লাহ/ স্টার

'শেখর মাইয়্যারে এতদিন টিভিত দেইকতাম। আজিয়ে সামনাসামনি চাইবের সুযোগ পাই। তারে এক্কানা চাইবেল্লায় আইস্সিদি এনডে।'

কথাগুলো বলছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮০ বছর বয়সী আবদুন নবী। আজ রোববার সমাবেশস্থলে দ্য ডেইলি স্টারের সঙ্গে তার কথা হয়।

তিনি বলেন, 'যুদ্ধের সময় আমার বয়স ছিল ২৮ বছর। তখন মুক্তিবাহিনীকে অনেক সহযোগিতা করেছিলাম। সারাজীবন আওয়ামী লীগ করেছি। বিনিময়ে কিছুই পাইনি। ভিটেমাটিও নাই। ৮০ বছর বয়স হলেও বয়স্ক ভাতা পাচ্ছি না।'

'জীবনে আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে ভোট দেইনি। অথচ আওয়ামী লীগের লোকজন এখন আমাদের পাত্তা দেয় না। বয়স্ক ভাতার কার্ড করার চেষ্টা করেও পাইনি। ৫ সন্তান নিয়ে সরকারি একটি খাস জমিতে বসবাস করতেছি,' বলেন তিনি।

রাউজান থেকে আসা ৭০ বছর বয়সী সবুর মিয়া বলেন, 'আমাদের কোনো স্বার্থ নেই, আছে কেবল বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ আর দেশের জন্য ভালোবাসা। সেই টানে এখানে এসেছি।'

আজ রোববার নগরের পলোগ্রাউন্ডে বিকেল ৩টায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

27m ago