কমিটি দাবি: নানক-নাসিমের গাড়ি আটকে দিলো ঢাকা কলেজ ছাত্রলীগ

নিজ গাড়িতে করে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ খ ম বাহা উদ্দিন নাসিম৷ ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

শনিবার রাতে ছাত্রলীগের কমিটির দাবিতে সড়ক অবরোধ করে সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা৷

এ সময়ে নিজ গাড়িতে করে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম৷

ছাত্রলীগ নেতাকর্মীদের চলমান বিক্ষোভের মুখে গাড়ি থেকে নেমে হেঁটে সাইন্সল্যাব মোড় পার হয়েছেন তারা৷

পরে জাহাঙ্গীর কবির নানকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন ছাত্রলীগ কর্মীরা।

রাত সোয়া ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে  ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন বলেন, 'নানক ভাই বিষয়টি সুরাহা করবেন বলে জানিয়েছেন। উনার আশ্বাসে অবরোধ কর্মসূচি শেষ করা হলো।'

এর আগে রাত পৌনে ১১টা থেকে কমিটির দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন৷ এতে অ্যাম্বুলেন্স ছাড়া এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল৷

ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ বলেন, 'আমরা দীর্ঘদিন কমিটির জন্য অপেক্ষা করেছি৷ কিন্তু কমিটি না হওয়ায় এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ এজন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি৷'

২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩০ নভেম্বর স্থগিত করা হয় ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি। তখন ফুয়াদ হাসান পল্লব সভাপতি ও সাকিব হাসান সাধারণ সম্পাদক ছিলেন।

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago