ব্রাজিল জিতলে ইউরোপ, মেসির দল জিতলে আর্জেন্টিনা যাবেন রাজ-পরী

ব্রজিল জিতলে ইউরোপ, মেসির দল জিতলে আর্জেন্টিনা যাবেন রাজ-পরী
রাজ-পরী। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে রাজ-পরী ২ দলের সমর্থক। পরীমনি আর্জেন্টিনা ও শরিফুল রাজ ব্রাজিলের সমর্থন করেন। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের খেলা থাকলে মিস করেন না এই তারকা দম্পতি। 

খেলা নিয়ে তাদের মধ্যে রয়েছে দারুন উন্মাদনা। নিজেদের প্রিয় দলের খেলার দিন বেশ টেনশনেই থাকেন দুজন। বিশ্বকাপে নিজেদের প্রিয় দল জিতলে দেশের বাইরে কোথায় বেড়াতে যাবেন সেটা জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে। 

শরিফুল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্রাজিল জিতলে পরীকে নিয়ে ইউরোপ ভ্রমণে যাব। যেহেতু বিয়ের পর আমাদের কোথাও যাওয়ার সুযোগ হয়নি তাই ব্রাজিল জিতলে এই ভ্রমণটা করব বলে আশা করছি।'

পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেসি আমার প্রিয় খেলোয়াড়, আর্জেন্টিনা প্রিয় দল। মেসির পায়ে বল দেখলে নিজের ভেতরে আলাদা একটা আনন্দ অনুভব করি। এত বড় একজন খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে মেসির বিনয়, আচরণ আমাকে মুগ্ধ করে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবশ্যই রাজকে নিয়ে মেসির দেশে যাব।'

 

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

59m ago