ফিফা বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপে ভরাডুবির পরও জার্মানির কোচ থাকছেন ফ্লিক

কাতার বিশ্বকাপে ভরাডুবি হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। টানা দ্বিতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে তারা।
ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে ভরাডুবি হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। টানা দ্বিতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে তারা। চরম হতাশা জাগানিয়া পারফরম্যান্সের পরও কোচ হান্সি ফ্লিকের ওপর আস্থা রাখছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ৫৭ বছর বয়সী ফ্লিক তার দায়িত্বে বহাল থাকবেন। আগামী ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন তিনি। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে জার্মানির মাটিতেই।

বিশ্ব মঞ্চে জাতীয় দলের ব্যর্থতার পর উদ্ভুত সংকট দূর করতে ফ্লিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন নতুন ডিএফবি সভাপতি বার্নার্ড নুয়েনডর্ফ। এরপর তিনি বলেছেন, 'হান্সি ফ্লিকের ওপর আমাদের পুরো আত্মবিশ্বাস আছে যে তিনি তার দলের সঙ্গে মিলে এই চ্যালেঞ্জ জয় করবেন।'

গত বছর ইওয়াকিম লোয়ের স্থলাভিষিক্ত হন ফ্লিক। জার্মানির কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে তিনি বলেছেন, 'আমার কোচিং টিম ও আমি খুবই আশাবাদী নিজেদের দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে। কাতারে আমরা যা দেখিয়েছি, সেটার চেয়ে অনেক বেশি কিছু আমরা দল হিসেবে অর্জন করতে পারি। আমরা সেখানে দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছি। এই ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব।'

বিশ্বকাপে এবার 'ই' গ্রুপে ছিল শিরোপাপ্রত্যাশী জার্মানি। কিন্তু বিতর্ক সঙ্গী করে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের অভিযান থামে গ্রুপ পর্বেই। ডাই ম্যানশ্যাফটদের টপকে শেষ ষোলোতে ওঠে স্পেন ও জাপান। এরপর থেকে ফ্লিকের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু উল্টো তাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছে ডিএফবি।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

10h ago