‘রোহিঙ্গাদের জন্য ৫ বছরে ১.৯ বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র’

জুলিয়েটা ভলস নয়েস
জুলিয়েটা ভলস নয়েস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের জন্য ২০১৭ সাল থেকে ১.৯ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভলস নয়েস।

বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। সফরে তিনি কক্সবাজার ও ভাসান চরে বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখেছেন।

বিবৃতিতে তিনি বলেন, 'রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমেরিকার জনগণ ২০১৭ সাল থেকে বার্মা, বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যত্র রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ১.৯ বিলিয়ন ডলার দিয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা বার্মার (মিয়ানমার) উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি যাতে তাদের আচরণে পরিবর্তন আসে এবং তারা সহিংসতা বন্ধ করে এবং রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরিয়ে নেয়। আমরা রোহিঙ্গাদের ওপর গণহত্যায় জড়িত অপরাধীদেরকে জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকেও সমর্থন করি।'

'শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী বাংলাদেশিদের চাহিদা পূরণে আমরা বাংলাদেশের পাশে আছি, কারণ সব মানুষেরই নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে,' বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago