বনানীতে চিরনিদ্রায় শায়িত শামসুল আলম বীর উত্তম

বনানী কবরস্থানে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শামসুল আলম বীর উত্তমকে দাফন করা হয়। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন অপারেশন কিলো ফ্লাইটের বৈমানিক ও মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম।

এর আগে, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে প্রথম এবং বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শামসুল আলমকে বনানীর কবরস্থানে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন করা হয়।

বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

দাফনের আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে শামসুল আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

দাফন শেষে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা জানান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানিয়ে শূন্যে গুলি ছুঁড়ে গান স্যালুট জানানো হয়। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

বিমান বাহিনীর পক্ষ থেকে এই কিংবদন্তি মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে শূন্যে গুলি ছুঁড়ে গান স্যালুট জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

16m ago