ঢাকা-আরিচা মহাসড়কে বেঞ্চ ফেলে জাবি ছাত্রলীগের অবরোধ, ৪ কিলোমিটার যানজট

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঢাকা-আরিচা মহাসড়কে বেঞ্চ ফেলে জাবি ছাত্রলীগের অবরোধ। ছবি: স্টার

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টা থেকে মহাসড়কের জাহাঙ্গীরনগর শেখ হাসিনা যুব উন্নয়ন ইনিস্টিউটের সামনে উভয় লেন অবরোধ করে রেখেছেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ২ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীকে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

এতে সড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলরত কয়েক হাজার মানুষ। অনেক যাত্রীকে পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে বেঞ্চ ফেলে অবস্থান নিয়েছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তাদের হুঁশিয়ারিমূলক স্লোগান দিতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে জাবি ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি এবং থাকব। জঙ্গি, সন্ত্রাসী ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করছি।'

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ডেইলি স্টারকে বলেন, 'আমরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু সড়ক থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো সরেননি। এ কারণে যানবাহন আটকে আছে।'

Comments