বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে: ওবায়দুল কাদের

সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: শেখ তাজুল ইসলাম তাজ/স্টার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেন। আপনারা ৭ জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।

আজ শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে। বিভিন্ন জেলার সমাবেশেও তারা এই কাজ করেছে। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কতো টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপিকে দিয়ে।'

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে খবর এসেছে। বাংলাদেশের জন্য ভালো খবর আর ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহর রহমতে সেখানে বাংলাদেশ নেই। আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। আমরা কারো ব্যাপারে মাথা ঘামাই না, আমাদের ব্যাপারে মাথা ঘামানো বাদ দেন। বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরও বুঝতে পারবে।

এদিকে, বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, '১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার লজ্জায় পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা।'

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে জানায় সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন। পরে বিকেল ৫টায় তারা সমাবেশস্থল ত্যাগ করেন।

Comments

The Daily Star  | English

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

Mosquito control, waste management and Eid cattle market leasing at a standstill

20m ago