আর বিশ্বকাপ দেখব না: কোচের দায়িত্ব ছেড়ে ফন হাল

সময়ের সঙ্গে ক্রমেই ছোট হয়ে আসছে কাতার বিশ্বকাপে টিকে থাকা দলগুলোর তালিকা। শিষ্যদের মাঠের ফুটবল প্রভাব ফেলছে কোচদের সিদ্ধান্তেও। দল বাদ পড়ার কাউকে করা হচ্ছে বরখাস্ত কেউবা নিজেই ছাড়ছেন দায়িত্ব। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে যাবার ঘোষণা দিলেন লুইস ফন হাল।

শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসকে টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো গোল না হলে টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটি। হারের পরই পদত্যাগের ঘোষণা দেন ফন হাল।

তার অধীনে ২০টি ম্যাচ খেলে ১৪টিতেই জয় পেয়েছে ডাচরা। বাকি ছয়টি ম্যাচ ড্র করেছে তারা। ম্যাচশেষে সংবাদকর্মীদের ফন হাল বলেন, 'সবকিছুর শেষ কথা আমি আর থাকছি না। কেবল এই সময় পর্যন্তই আমি এটা করেছি। তৃতীয় মেয়াদে হেড কোচ হিসেবে এটা আমার শেষ ম্যাচ ছিল।'

নিজের কাজ নিয়ে তৃপ্তি ঝরল ৭১ বছর বয়সী কোচের কণ্ঠে, 'এই সময়কালে আমি ২০টি ম্যাচে কোচ ছিলাম ও আমরা একটিও হারিনি। আমি জানি না আমরা কয়টা ম্যাচ জিতেছি কিন্তু আপনি ''লুইস ফন হাল, ডাচ দল'' লিখে গুগলে সার্চ করলে নিজেই গোল ব্যবধান দেখে নিতে পারবেন।'

তবে লক্ষ্য পূরণ না হওয়ার হতাশা স্পষ্ট ছিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কণ্ঠে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমার যায় আসে না। আমি আর (বিশ্বকাপ) দেখব না।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago