নেইমারের জীবনের অন্যতম সেরা কোচ তিতে

ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক নামীদামী কোচের অধীনেই খেলেছেন নেইমার। কিন্তু তাদের মধ্যে সদ্য সাবেক হওয়া ব্রাজিলিয়ান কোচ তিতেকে সবচেয়ে বেশি মনে ধরেছে তার। পিএসজি তারকার চোখে তার জীবনের অন্যতম সেরা কোচ এই ব্রাজিলিয়ান।

আরও একটি বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তিতে। রাশিয়াতে চার বছর আগে যেখান থেকে ফিরে গিয়েছিলেন দেশে, কাতারেও শেষ সেখানেই। কোয়ার্টার ফাইনালেই বাজে বিদায়ঘণ্টা। পূর্বের দেওয়া কথা অনুযায়ী ছেড়েছেন সেলেসাওদের দায়িত্ব। তবে বিদায় বেলা শিষ্য নেইমারের ভালোবাসায় সিক্ত হলেন এ কোচ।

২০১৬ সালে ব্রাজিলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন তিতে। তার অধীনে রাশিয়াতে সাফল্য না পেলেও ২০১৯ কোপা আমেরিকা জিতে নেয় ব্রাজিল। পরিসংখ্যানের বিচারে সফলই বলা চলে ৬১ বছর বয়সী এ কোচকে। তার কোচিংয়ে ৮১ ম্যাচ খেলে ৬১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। এই সময়ে মাত্র সাতটি ম্যাচ হেরেছেন নেইমাররা।

গত শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের হারে নিশ্চিত হয় ব্রাজিলের বিদায়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিতে। তখন এই নিয়ে কিছু না বললেও এবার মুখ খুললেন নেইমার।

রোববার নিজের স্বীকৃত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পিএসজি তারকা লিখেন, 'আমি এখন পর্যন্ত যতোজন কোচকে পেয়েছি অথবা (ভবিষ্যতে) পাব তাদের মধ্যে আপনি সবসময়ই সেরাদের একজন থাকবেন, আমি সবসময়ই আপনাকে উপরে রাখব। আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। কিন্তু খারাপ সময়ও পার করেছি আমরা যেগুলো অনেক কষ্ট দেয় এবং শেষেরটি (ক্রোয়েশিয়ার বিপক্ষে হার) আমাদের অনেকদিন কষ্ট দেবে।'

কোচ হিসেবে একটি বিশ্বকাপ জেতা তিতের প্রাপ্য ছিল উল্লেখ করে নেইমার আরও বলেন, 'এই কাপ (বিশ্বকাপ) পেয়ে চ্যাম্পিয়ন হওয়াটা আপনার প্রাপ্য ছিল। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করতে যা কিছু আমরা করেছি ও যা কিছু ছেড়েছি তাতে আমরা সবাই এটার দাবিদার ছিলাম। কিন্তু ঈশ্বর এমনটা চাননি, ধৈর্য ধরুন। ঈশ্বর আমাদের সবকিছুই দিয়েছে।'

একজন মানুষ হিসেবেও তিতে মন জিতে নিয়েছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের, 'আমি আপনাকে একজন কোচ হিসেবে চিনতাম ও এটাও জেনে গিয়েছিলাম আপনি খুবই ভালো কিন্তু একজন মানুষ হিসেবে আপনি আরও ভালো! আমি এখানে এসেছি সবার সামনে আপনাকে ধন্যবাদ জানাতে সবকিছুর জন্য, যা আপনি আমাদের শিখিয়েছেন... এবং এমন অনেককিছুই আছে।'

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

21m ago