টেস্টের আগের দিন সাকিবকে নিয়ে উদ্বেগ

আগের দিন মাঠে এসে কেবল ফটোসেশানে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট অধিনায়ক আজ মঙ্গলবার মাঠে এসেই অস্বস্তি অনুভব করেন৷ পরে তাকে একদফা হাসপাতাল ঘুরে আসতে হয়।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। দলের সঙ্গেই সময় মেনে মাঠে আসেন সাকিব। অনুশীলনে নামার আগে তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয় হাসপাতালে।
তবে অল্প সময়ের মধ্যে মাঠে ফিরে এসেছেন তিনি।
বাংলাদেশ দলের সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'সাকিবের পেশিতে টান আছে। সেটার জন্য হাসপাতালে গিয়েছিলেন৷ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।'
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'হাসপাতালে সাকিব স্ক্যান করিয়েছেন। স্ক্যান রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে তিনি খেলবেন কিনা।'

মাঠে ফিরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। কোন কারণে সাকিব খেলতে না পারলে একাদশ সাজাতে একটু বিপাকে পড়তে হবে বাংলাদেশকে।
অলরাউন্ডার সাকিব না থাকলে একজন বাড়তি ব্যাটার বা বোলারের ঘাটতিতে পড়ে যায় দল।
আগামীকাল বুধবার চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
কুঁচকির চোটের কারণে এই টেস্টে আগে থেকেই নেই ওপেনার তামিম ইকবাল। চোট থেকে ফিরলেও তাসকিন আহমেদকে খেলানো হবে কিনা তা নিশ্চিত নয়।
প্রতিপক্ষ ভারতেও আছে চোট সমস্যা। তাদের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই প্রথম টেস্টে। সিরিজের আগেই ছিটকে গেছেন মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজারা।
Comments