শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে আহত ব্যক্তি হাসপাতালে

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে গুরুতর আহত সরোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লেবুতলা ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সরোয়ার লেবুতলা দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লেবুতলা এলাকার এক মেয়েশিশুকে ফুসলিয়ে কাঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সরোয়ার। শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে তাকে হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরোয়ারকে আটক করে পুলিশ। এখন তাকে যশোর জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago