মুমিনুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ

দুই ওপেনারকে হারালেও লাঞ্চের আগে অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে জমিয়ে লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন সাকিব। এরপর উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল।

দুই ওপেনারকে হারালেও লাঞ্চের আগে অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে জমিয়ে লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন সাকিব। এরপর উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ১৮৪ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৬৫ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে উইকেটে আছেন।

বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখে এদিন শুরু থেকেই দারুণ ব্যাট করছেন মুমিনুল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম ফিফটি। যা ভারতের বিপক্ষে প্রথম তার। জয়দেব উনাদকাটকে টানা দুটি চার মেরে ৭৮ বলে স্পর্শ করেন এ ব্যাটার। অথচ সবশেষ নয় ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্ক। যে কারণে বাংলাদেশের আগের দুটি টেস্টে বাদ দেওয়া হয় তাকে।

তবে বাংলাদেশের ইনিংসটা আরও সুন্দর হতে পারতো। লাঞ্চ বিরতির আগে লড়াইয়ের প্রত্যয় দেখালেও পরে আর পারেননি সাকিব। বিরতি শেষে মাঠে নেমে এক অর্থে আত্মহত্যা করেছেন। উমেশ যাদবের করা প্রথম বলেই মিডঅফের উপর দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে টাইমিংয়ে হেরফের করে মিডঅফে দাঁড়ানো চেতশ্বর পুজারার হাতে ক্যাচ তুলে দেন এ অলরাউন্ডার। ভাঙে ৪৩ রানের জুটি। ৩৯ বলে ১৬ রান করেন অধিনায়ক।

এরপর মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। অশ্বিনের করা একটি ওভারের শেষ তিন বলে টানা তিনটি বাউন্ডারি মারেন। কিন্তু উনাদকাটের দারুণ এক ডেলিভারিতে শেষ হয় তার ইনিংস। তার বলে রক্ষণাত্মক ঢঙ্গে খেলতে গিয়েও সফল হননি। ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ভাঙে ৪৮ রানের জুটি। ৪৬ বলে ২৬ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরেন লিটন। শুরুতেই দৃষ্টিনন্দন কিছু শটে দেখাচ্ছিলেন আশা। বিশেষকরে মোহাম্মদ সিরাজের টানা দুই বলে একটি চার ও ছক্কা মারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশ করেছেন এ ব্যাটার। অশ্বিনের বলে ফ্লিক করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন মিডউইকেটে। যা ধরে নিতে কোনো ঝামেলা হয়নি ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের। ২৬ বলে ২৫ রান করেন লিটন।

এরপর মিরাজের সঙ্গে দলের হাল ধরেছেন মুমিনুল। অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়ে চা বিরতিতে গিয়েছেন এ দুই ব্যাটার।

এর আগে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন ৩৯ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছিলেন। এরপর চার বলের ব্যবধানে ফিরেছেন এ দুই ওপেনার। জাকির আউট হয়েছেন উনাদকাটের লাফিয়ে ওঠা বলে। কানায় লেগে চলে যায় চতুর্থ স্লিপে দাঁড়ানো রাহুলের হাতে। আর অশ্বিনের বলে শান্ত পড়েন এলবিডাব্লিউর ফাঁদে। 

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

46m ago