সিডিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার নিকুঞ্জে সিডিসি ভবনের নবম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিকুঞ্জে একটি বহুতল ভবনের নবম তলায় আগুন জ্বলছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার নিকুঞ্জে সিডিসি ভবনের নবম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করেছে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে কাজ শুরু করেন। রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।'

সিডিসি টাওয়ার নামের ওই ভবনের নবম তলায় সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেল অবস্থিত।

কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, কলেজের হোস্টেলে আগুন লেগেছে। তবে আগুন লাগের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে পেরেছেন।

 

Comments