অবশেষে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশ

অবশেষে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি রিপাবলিকানদের কাছ থেকে চেম্বারের দায়িত্ব নেওয়া আগে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ বছরের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছে।

আজ শুক্রবার এই রিটার্ন প্রকাশ করা হয়।

রিপাবলিকান পার্টির সাবেক এই প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের দীর্ঘ দিনের লড়াইয়ের পর গত মাসে দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়। যেখানে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পাদিত ট্যাক্স রিটার্ন প্রকাশ করা হয়েছে।

ঘটনাটি ৭৬ বছর বয়সী ট্রাম্পের জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যিনি ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন হাউসের মাধ্যমে দুবার অভিশংসিত হয়েছিলেন এবং প্রতিবারই মার্কিন সিনেটের মাধ্যমে রক্ষা পেয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে হাউস কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়ে তদন্ত করে। ভয়াবহ ওই দাঙ্গায় তার ভূমিকা এবং অবরোধ ও বিদ্রোহসহ ৪টি অপরাধে অভিযুক্ত করতে বলা হয় ফেডারেল প্রসিকিউটরকে।

 

 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

19m ago