অপরাধ ও বিচার

কর্ণফুলী তীরে অবৈধভাবে কয়লা রাখায় একজনের জেল-জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে কয়লা রাখার দায়ে একজনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কয়লা মজুদ,
কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে কয়লা রাখার দায়ে সাহারা এন্টারপ্রাইজের এক কর্মীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে কয়লা রাখার দায়ে একজনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে নদীর দক্ষিণ পাড়ে পুরাতন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত পরিচালিত আদালত এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আলামিন সাহারা এন্টারপ্রাইজ কর্মী।

সেখানে প্রায় ১১ হাজার মেট্রিক টন কয়লা মজুদ করেছে সাহারা এন্টারপ্রাইজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নদীর তীরে অবৈধভাবে কয়লা মজুদ করে পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। এজন্য অভিযুক্ত আলামিনকে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি মজুদকৃত কয়লা আগামী এক সপ্তাহের মধ্যে নদীর তীর থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments