টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফে ১ লাখ ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জৈষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- অছিউর রহমান (৪৮) ও আয়েশা খাতুন (৩২)।

তিনি আরও জানান, আজ সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় একজনের ঘরে মাদকের বড় চালান মজুতের খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ৪-৫ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ১ নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ লাখ ৫০০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। ওই ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তার ২ চোরাকারবারিকে আদালতে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago