সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

 সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ
ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অসন্তোষের জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অসন্তোষের জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে প্রবেশ করতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান।

ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অসন্তোষের জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ বিকেলে সিকৃবি শাখা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করেন শাখাটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন।

এদিকে বর্তমান কমিটির সঙ্গে বিরোধে থাকা ছাত্রলীগের আরেকটি পক্ষ কর্মীসভা বানচাল করতে ক্যাম্পাসে অবস্থান নিলে ২ পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যাম্পাসে উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে উপাচার্য বা প্রক্টরের নির্দেশনা পেলে ক্যাম্পাসে প্রবেশ করবে পুলিশ।'

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

13h ago