স্থানীয় নির্বাচনে সফল হলে দ্বাদশ সংসদ নির্বাচনে অনলাইলে মনোনয়ন: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ছবি: সংগৃহীত

আগামীতে নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, 'আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন স্বচ্ছতা ও সঠিকতার বহিঃপ্রকাশ।'

আহসান হাবিব খান বলেন, 'জনপ্রতিনিধিরা শোডাউন ও স্লোগান দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রথম দিনে আচরণবিধি লঙ্ঘন করেন। অভিযোগ আছে, যারা মনোনয়ন জমা দিতে যান, তাদের কেউ কেউ বাধাগ্রস্ত হন। কোথাও কোথাও একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খেলার মাঠে খেলোয়াড় নেই, তাহলে জয়লাভের আনন্দ কোথায়? এই চিন্তা-ভাবনা কীভাবে বাস্তবায়ন করব, এজন্য ইসির আইসিটি অণুবিভাগ একটি প্রেজেন্টেশন দিয়েছে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়, সেটি বিবেচনা করা হচ্ছে।'

তিনি বলেন, 'আগামী কমিশন সভায় অনলাইনে মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা সম্ভব কি না তা নিয়ে আলোচনা হবে। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কী ধরনের তা দেখব। আমরা মনে করি, এমন গ্রহণযোগ্য পরিকল্পনা সবাই সাদরে গ্রহণ করবে।'

এই নির্বাচন কমিশনার বলেন, 'বাস্তবায়নের জন্য ডিজিটাল প্লাটফর্ম রেডি হওয়ার পর ছোট ছোট নির্বাচন পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।'

অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'কমিশনে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিক আলোচনায় শুধু অনলাইনে জমা দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

15h ago