বিশেষজ্ঞদের মতামতে দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি: সিইসি

‘প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক ওয়ার্কশপে কথা বলছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। ছবি: স্টার

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।

'প্রক্সি ভোটিং' পদ্ধতি নিয়ে ছোট পরিসরে প্রবাসীদের ভোট চালুর উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনব্যাপী 'প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ' শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নেন।

কর্মশালায় সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।'

পাইলটিংয়ের মাধ্যমে কোনো কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

সিইসি বলেন, 'সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এক ওয়ার্কশপ থেকে একটি হোক বা কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায় সে পরামর্শ দিন। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।'

তিনি জানান, বর্তমানে দেশের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। নিবন্ধিত ভোটাররা, যারা কারাগারে বা আইনি হেফাজতে আছেন, বাংলাদেশি প্রবাসীরা এবং নির্বাচনী কর্মকর্তা কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেন।

ইসি কর্মকর্তারা জানান, পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে 'প্রক্সি ভোটিং' পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি-উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে এই কর্মশালা হচ্ছে।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

14m ago