বিএনপির কর্মসূচি ঘিরে ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গায় 'সতর্ক অবস্থান' নিয়েছেন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার ঢাকার গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে সমাবেশ করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

আজ সকাল ১১টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা।

গত ৯ জানুয়ারি এ সভাকে 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ' উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি দিলেও পরে সেটি সংশোধন করে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা হিসেবে ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অংশ নেওয়ার কথা রয়েছে।

ব্যানার ও ফেস্টুন হাতে ছোট ছোট দলে এ আলোচনায় সভায় যোগ দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্রের তথ্য অনুযায়ী, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সভা মূলত বিএনপির দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির বিপরীতে দিনব্যাপী মাঠে থাকার অংশ।

যুবলীগের কর্মসূচির মঞ্চ। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

আজ সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সভাস্থলে জমায়েত হতে শুরু করেন দলের নেতাকর্মীরা।

এ ছাড়া, সকাল ১১টায় শাহবাগে বিএনপির গণঅবস্থান কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ। একই সময়ে ফার্মগেটে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সমাবেশ করবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন।

আজ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 'বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ' হবে। সেখানেও বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।

এর আগে গত ১০ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে ইঙ্গিত করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'যেকোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, '১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। আমরা যেকোনো ধরনের ষড়যন্ত্র, যেকোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago