নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

রয়টার্স ফাইল ফটো

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে।

রয়টার্স জানায়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সিস্টেম বিভ্রাটের কারণে এমনটা ঘটেছে।

এফএএ কর্তৃপক্ষ এক বিবৃতিতে সিস্টেমের এই ত্রুটি সম্পর্কে পাইলটদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছে।

দ্রুত ত্রুটি সারিয়ে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তারা।

তবে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ কোনো ফ্লাইট চলাচল করবে না বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে এফএএ কর্তৃপক্ষ।

এদিকে এই বিভ্রাটের কারণে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত ৭৬০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল হয়েছে আরও ৯১টি ফ্লাইট।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

47m ago