বিমানবন্দর সড়কে ভোর থেকে তীব্র যানজট

ভোররাত থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজটে বন্ধ আছে গাড়ি চলাচল। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী থেকে উত্তরা পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ বৃহস্পতিবার ভোর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজটে বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, যানজটের কারণে অনেককে ফ্লাইট ধরার জন্য মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হেঁটে যেতে দেখা গেছে। মূলত আজ ভোররাত ২টা থেকে এই যানজট শুরু হয়েছে। তবে, সকালে তা তীব্র আকার ধারণ করেছে।

সরেজমিনে কুড়িল বিশ্বরোড, নর্দা, নতুন বাজার ও বাড্ডা এলাকায় দেখা গেছে, কয়েক শ মানুষ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। তীব্র যানজটের কারণে গণপরিবহন থেমে থাকায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাদরে মধ্যে অনেককে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে। যানবাহনের এই সংকটের প্রভাব পড়েছে বনানী ও গুলশান এলাকাতেও।

মহাখালী এলাকা কথা হয় পাঠাও চালক উত্তমের সঙ্গে। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমি উত্তরার দিকে যাচ্ছিলাম। তীব্র যানজটের কারণে ইসিবি চত্বর থেকে ফেরত আসতে হয়েছে।'

খিলখেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ব ইজতেমার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। টঙ্গি এলাকা থেকে গাড়ি সামনের দিকে এগোতে পারছে না।'

 

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

58m ago