ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত এসআইকে ঢাকায় পাঠানো হয়েছে

b.baria__0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) আতিকুল্লাহকে (৪৫)  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জানান, 'আজ রোববার বিকেলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়, বিহাইর গ্রামের এক যুবক মা-বাবাকে ঘরে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বসতঘরে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মা-বাবাকে উদ্ধার করে। এসময় এসআই আতিকুল্লাহকে ছুরিকাঘাত করা হয়।'

তিনি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।'

র‌্যাবের এয়ার অ্যাম্বুলেন্স তাকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এসআইকে ছুরিকাঘাতের পর সাইদুল ইসলাম নামের এক যুবক এবং তার বাবা বজলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago