শরীয়তপুরের জাজিরায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ নিহত ৬

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনা
অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে গেছে। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সেলিম মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন: রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (২০), তাদের আত্মীয় ও স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বী (২৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৯), তার সহযোগী জিলানী (২৮) এবং দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো চিফ মো. মাসুদ রানা।

সেলিম মিয়া জানান, রোগীর বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। চালকের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকার।

পদ্মা সেতুর কাছে শরীয়তপুর আন্ডারপাসে ঘন কুয়াশার কারণে ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় উল্লেখ করে সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে যাচ্ছিল।

মরদেহগুলো জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago