নাদিয়াকে ধাক্কা দেওয়া ভিক্টর বাসের চালক ও সহযোগী গ্রেপ্তার

চালক মো. লিটন ও সহযোগী আবুল খায়ের (বাম থেকে)। ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ভিক্টর পরিবহনের চালক ও সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন চালক মো. লিটন (৩৮)  ও সহযোগী আবুল খায়ের (২২)।

গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনায় নাদিয়া নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হন। তিনি তখন তার বন্ধুর মোটরসাইকেলে ছিলেন। এ ঘটনায় ভাটারা থানা পুলিশ বাসটি জব্দ করলেও লিটন ও আবুল খায়ের পালিয়ে যান।

দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

28m ago